ঢাকা,  মঙ্গলবার
০৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চীনে সবজি মার্কেটে ভয়াবহ আগুনে নিহত ৮, আহত ১৫

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ৪ জানুয়ারি ২০২৫

চীনে সবজি মার্কেটে ভয়াবহ আগুনে নিহত ৮, আহত ১৫

ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিসিটিভির বরা দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের সবজি মার্কেটে আগুনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আগুনে ৮ জন নিহত ও ১৫ জনের আহত হওয়ার তথ্য জানিয়েছে।

সিসিটিভি বলেছে, হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের সবজি মার্কেটে স্থানীয় সময় সকাল ৮টা ৪০মিনিটে আগুন লাগে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

শহরের কিয়াওক্সি জেলার ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। চীন মাইক্রোব্লগিং সাইটে ওয়েইবো-সহ অন্যান্য মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাজারের বিশাল অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কিছু গণমাধ্যমে ঝাংজিয়াকু শহরের লিগুয়াং সবজি মার্কেটে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। ২০১১ সালে এই মার্কেটটি চালু করা হয়েছিল। মার্কেটটিতে বিভিন্ন ধরনের ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীও বিক্রি করা হয়।

মেসেঞ্জার/জেআরটি