ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা দিলো কিরগিজস্তান

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ১৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা দিলো কিরগিজস্তান

ছবি : সংগৃহীত

কিরগিজস্তানে পড়াশোনার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে আর কুরিয়ারের কাজ করতে পারবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলেছে, যেসব শিক্ষার্থী পড়াশোনার জন্য বিশকেকে এসেছে তাদের শুধুমাত্র এতেই মনযোগ দেওয়া উচিত। স্থানীয় সংবাদমাধ্যম কুরসিভ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নুরবেক আবদিয়েভ বলেছেন, “রাজধানী বিশকেকে যেসব বাংলাদেশি পড়াশোনার জন্য এসেছে তাদের কুরিয়ার হিসেবে কাজ করা উচিত নয়। আমরা তাদের জরিমানা করেছি, কুরিয়ারের কাজে ব্যবহৃত স্কুটার জব্দ করা হয়েছে। তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে। যারা এখানে পড়াশোনার জন্য এসেছে তাদের পড়াশোনায় মনযোগ দেওয়া উচিত।”

তবে যেসব প্রবাসী শ্রমিক ভিসা নিয়ে এসেছে তাদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য যান। সেখানকার বিশ্ববিদ্যালয়ের খরচ মেটানোর জন্য অনেকেই বিভিন্ন কাজ করে থাকে।

মেসেঞ্জার/তারেক