ঢাকা,  রোববার
১৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর : কাতার

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ১৮ জানুয়ারি ২০২৫

রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর : কাতার

ছবি : সংগৃহীত

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি গ্রিনিচ মান সময় রোববার সকাল সময় ০৬৩০টা থেকে কার্যকর হবে। চুক্তির মধ্যস্থতাকারী কাতার শনিবার এ কথা জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘চুক্তির পক্ষ ও মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি গাজার স্থানীয় সময় ১৯ জানুয়ারি, রোববার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সরকারি নির্দেশনার অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।’ 

ইসরাইলের মন্ত্রিসভা শনিবার জিম্মি ও বন্দি বিনিময় চুক্তিতে অনুমোদন দিলেও যুদ্ধবিরতি শুরুর সঠিক সময় স্পষ্ট ছিল না। তবে ইসরাইল বলেছে, গ্রিনিচ মান সময় ১৪০০টার আগে কোনো বন্দিকে মুক্তি দেওয়া হবে না।

মেসেঞ্জার/তারেক