ছবি : সংগৃহীত
রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শহরের সামরিক প্রশাসনের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, রাশিয়ার হামলায় শেভচেনকিভস্কি জেলায় ইতোমধ্যেই আমাদের চারজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো হামলার কয়েক ঘন্টা আগে রাজধানীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পরে তিনি বলেন, শেভচেনকিভস্কি জেলার একটি ভবনের জানালা ভেঙে গেছে, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এলাকার একটি পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও ক্লিটসকো বলেন, শহরের কেন্দ্রস্থলের কাছে একটি মেট্রো স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাময়িককভাবে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, কিয়েভের ট্রেনগুলো সেই স্টেশন বাদ দিয়ে যাতায়াত করছে।
ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে এটি একটি বিরল হামলা। এই হামলাটি এমন এক সময়ে ঘটলো যখন কিয়েভ সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা বৃদ্ধি করেছে।
কিয়েভের সেনাবাহিনী সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকটি তেল ডিপোতে হামলা চালিয়েছে, এর মধ্যে রয়েছে রাশিয়ার সারাতোভ অঞ্চলে একটি সামরিক বিমানক্ষেত্রের কাছে একটি স্থাপনায় দুটি বড় হামলা, ফলে সেখানে কয়েকদিন ধরে আগুন জ্বলতে থাকে।
স্থানীয় গভর্নর ইভান ফেডোরভের মতে, রাশিয়ার বাহিনী শনিবার জাপোরিঝিয়ার কেন্দ্রে আক্রমণ করেছে এতে দুইজন আহত হয়েছে। তিনি বলেন, একটি শিল্প স্থাপনার একটি প্রশাসনিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেসেঞ্জার/তারেক