ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

হাজারের বেশি কর্মকর্তাকে বহিষ্কারের হুমকি ট্রাম্পের

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ২১ জানুয়ারি ২০২৫

হাজারের বেশি কর্মকর্তাকে বহিষ্কারের হুমকি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিগত বাইডেন প্রশাসনের ৪ জন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, নিকট ভবিষ্যতে আরও সহস্রাধিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে।

বহিষ্কৃত কর্মকর্তারা হলেন, ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের খেলাধূলা, শারীরিক ফিটনেস এবং পুষ্টি বিষয়ক কাউন্সিলের সদস্য জোসে অ্যান্দ্রেজ, জাতীয় অবকাঠামো বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মার্ক মিলেই, সরকারি থিংকট্যাংক সংস্থা উইলসন সেন্টার ফর স্কলার্সের প্রধান নির্বাহী ব্রায়ান হুক এবং প্রেসিডেন্টের রপ্তানি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য কেইশা ল্যান্স বটমস।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “বিগত প্রশাসনের এক হাজারেরও অধিক কর্মকর্তা, যারা আমাদের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি ‘আমেরিকাকে আবার মহান করে তুলুন (মেইক আমেরিকা গ্রেট এগেইন)’— এর সঙ্গে ভিন্নমত পোষন করেন— তাদেরকে শনাক্ত ও ছাঁটাই করা হবে। আমার প্রেডিন্সিয়াল পার্সোনেল অফিস ইতোমধ্যে এ কাজ শুরু করেছে।”

পোস্টে মঙ্গলবার (২১ জানুয়ারি) বরখাস্ত হওয়া চার কর্মকর্তার নাম ও পেশাগত পদবী উল্লেখ করে ট্রাম্প বলেন, “এই চারজনকে আজ বহিষ্কার করা হয়েছে। শিগগিরই এ তালিকায় তাদের নামের সঙ্গে আরও অনেকের নাম যুক্ত হবে।”

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন, সরকারি বিভিন্ন দপ্তরের জনবল কমানোর পাশাপাশি সরকারি কাজে দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতি যদি পুরোপুরি পালন করা শুরু করেন তিনি, তাহলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

মেসেঞ্জার/তারেক