ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

পদত্যাগ করেছেন ইসরাইলের সামরিক বাহিনী প্রধান

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ২২ জানুয়ারি ২০২৫

পদত্যাগ করেছেন ইসরাইলের সামরিক বাহিনী প্রধান

ছবি: সংগৃহীত

ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারজি হালেভি সোমবার পদত্যাগ করেছেন। জেরুজালেম থেকে এএফপি এ কথা জানায়। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের হামলা ঠেকাতে তার ‘ব্যর্থতার’ দায় স্বীকার করে তিনি পদত্যাগ করলেন।

সেনাবাহিনী প্রকাশিত পদত্যাগপত্রে হালেভি বলেছেন,৭ অক্টোবরের হামলার ঘটনায় সেনাবাহিনীর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি চলে যাচ্ছেন। তবে হাভেলি এটাও বলেন, সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে চলে যাচ্ছেন তিনি। 

টানা ১৪ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখন্ডে অবিরাম হামলা চালায় ইসরাইল। এই বর্বর হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, তাদের বেশির ভাগই নারী ও শিশু। তবে এরপরও স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের পরাজিত করতে পারেনি ইসরাইল। 

মেসেঞ্জার/জেআরটি