ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রাশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: ট্রাম্প

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কোনো আলাপ হয়েছে কিনা; সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছেন।

রবিবার (১০ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন। তিনি আভাস দিয়েছেন যে পুতিনের সঙ্গে তার যোগাযোগ আছে। আর এমন কিছু যদি হয়ে থাকে, তাহলে ২০২২ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের আলোচনার স্বীকারোক্তি হবে এটি।

গেল ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে কিংবা পরে পুতিনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা; জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এটা করেছি, ধরা যাক, আমি এটা করেছি..এবং আরও অনেক আলোচনা হবে বলে আমি মনে করছি। এই যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে।’

রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ আছে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলছি।’ নির্বাচনী প্রচারে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছেন ট্রাম্প, কিন্তু সেটা কীভাবে করা হবে; তা নিয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন ও তিনি কতবার কথা বলেছেন সেটা না প্রকাশ করাই ভালো। এমনকি সবশেষ কখন কথা হয়েছে, সেটাও না বলা ভালো।’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আসছে দিনগুলোতে বিভিন্ন ধরনের আলোচনা হবে। ব্যক্তিগতভাবে সম্ভবত এ সম্পর্কে আমি জানি না, অথবা এ বিষয়ে অবগত না। যে কারণে এ বিষয়টি আমি স্বীকার কিংবা অস্বীকার করতে পারব না।’

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নিয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। এনবিবিসি নিউজকে তিনি বলেন, ‘অবশ্যই বেশ কিছু স্পর্শকাতর আলোচনা চলছে।’

এরআগে বিভিন্ন সময়ে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে আলোচনা করতে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে বলেও জানিয়েছিলেন। কিন্তু এর বাইরে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, একটা উপযুক্ত সময়ে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতে তাদের এই বৈঠক হতে পারে বলে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

মেসেঞ্জার/জেআরটি