ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বিমান টিকিটের দাম বৃদ্ধিতে প্রবাসীদের প্রতিবাদ

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ১৭:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বিমান টিকিটের দাম বৃদ্ধিতে প্রবাসীদের প্রতিবাদ

ছবি : মেসেঞ্জার

দেশ সংস্কারের আশায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস। দেশের টেকসই উন্নয়ন শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কারের কাজ শুরু হলেও, বিমান টিকিটের সিন্ডিকেট, অভিবাসী কর্মী প্রেরণে ব্যয় বৃদ্ধিসহ সকল সিন্ডিকেট ভাঙার বিপরীতে, দুর্নীতিবাজ এই সিন্ডিকেট গ্রুপ আরো শক্তিশালী হচ্ছে অন্তবর্তী সরকারের আমলে মনে করেন প্রবাসীরা।

প্রবাসীদের উপর এমন অন্যায় চাপিয়ে দেওয়ার প্রতিবাদে রবিবার (৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া শাখার মহানগর কমিটি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রবাসীদের ক্ষেত্রে অন্তবর্তী সরকার কতটুকু সফল বা ব্যর্থ হয়েছেন। এমন প্রশ্নের জবাবে নেতারা বলেন, আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন প্রবাসীদের জন্য দৃশ্যমান তেমন কোন ভালো পরিবর্তন আনে না, অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা তিনিও একজন প্রবাসী, তাই প্রবাসীদের চাওয়া পাওয়া পূরণে তিনি দক্ষতার পরিচয় দেবেন বলে প্রত্যাশা করেন বক্তারা।

এতে সভাপত্বিত ও প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া শাখার মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সংগঠনটির সহ-সভাপতি মামুন মিয়া।

এছাড়া অন্যান্য দাবি তুলে ধরেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবদুল আওয়াল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. শাহজান মিটুন, আমির হোসেন, এইচ এম হাসান, আশিকুর রহমান, আল শাহরিয়ার, মারুফসহ আরো অনেকে।

বিমান টিকিটের সিন্টিকেটের লাগাম ধরে টানতে না পারলে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন প্রবাসীরা।

মেসেঞ্জার/তুষার