ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

আমিরাতে দশ বছর মেয়াদি ব্লু ভিসা পেলেন বন্যপ্রাণী গবেষক ড. রেজা খাঁন

আশরাফুল আলম ভূঁইয়া, ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আমিরাতে দশ বছর মেয়াদি ব্লু ভিসা পেলেন বন্যপ্রাণী গবেষক ড. রেজা খাঁন

ছবি : ড. রেজা খাঁন

সংযুক্ত আরব আমিরাতে দশ বছর মেয়াদি ব্লু ভিসা পেয়েছেন দুবাই প্রবাসী বাংলাদেশি ড. রেজা খাঁন। প্রবীণ এই পরিবেশ, পক্ষী ও বণ্যপ্রাণী বিশেষজ্ঞ গত ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে দেশটির আদিম উদ্ভিদ এবং বণ্যপ্রাণী নিয়ে গবেষণা করে আসছেন।

দেশটিতে তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ আরব আমিরাত সরকারের পক্ষ থেকে পেয়েছেন একাধিক সন্মাননা। দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা (আইসিপি) ফেডারেল কর্তৃপক্ষ তাকে সন্মানসূচক ১০ বছর মেয়াদি ব্লু ভিসা প্রধান করেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট অনুষ্ঠানে আরব আমিরাতের ভেতরে-বাইরে পরিবেশ সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন এমন ২০ জনকে ১০ বছর মেয়াদি ব্লু ভিসা প্রদান করে আমিরাত সরকার। আমিরাতের ব্লু ভিসা পাওয়া ২০ জন চিন্তাবিদ এবং টেকসইয়তা বিষয়ক নেতার মধ্যে রেজা খাঁন ছিলেন অন্যতম।

উল্লেখ্য, ড. রেজা খাঁন ৭৯ বছর বয়সি উদ্ভিদ ও আদিম বন্যপ্রাণী সংরক্ষণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বসবাস করছেন আরব আমিরাতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। পরে সংযুক্ত আরব আমিরাতে চলে আসেন। দুবাই পৌরসভায় প্রধান বন্যপ্রাণী বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে দুবাই চিড়িয়াখানাটি বন্ধ না হওয়া পর্যন্ত এর তত্ত্বাবধান করেন। বছরের পর বছর ধরে, তিনি দেশের বন্যপ্রাণী সনাক্তকরণ এবং সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা তাকে গবেষক, সাংবাদিক এবং সংরক্ষণবাদীদের কাছে একজন বিশ্বস্ত বিশেষজ্ঞ করে তুলেছে।

মেসেঞ্জার/তুষার