ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফুর রহমান, সৌদি আরব

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ মার্চ ২০২৫

সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র দীর্ঘায়ু কামনা করে ২৪ মার্চ সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব মোহাম্মদ কবির হোসাইন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক এড. মীম সিদ্দিকুর রহমান এমরান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জনাব মামুনুর রশীদ চৌধুরী, সহ সভাপতি, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, সৌদি আরব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সাধন, সহ-সভাপতি, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, সৌদি আরব।

এছাড়া মনিরুল ইসলাম ফকির, যুগ্ম সম্পাদক, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, শরিফ হোসেন খান, যুগ্ম সম্পাদক, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, বাকের হোসেন, যুগ্ম সম্পাদক, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, বিপ্লব হোসেন আযাদ, যুগ্ম সম্পাদক, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, হামিদুল হক শামীম, যুগ্ম সম্পাদক, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি, নুরুল আমিন ফরাজি, সাধারণ সম্পাদক, যুবদল পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি, রিয়াজ উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক, শ্রমিকদল পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি, তানভীর চৌধুরী, সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক দল পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি সৌদি আরব।

আল খারিজ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম। ঢাকা জেলা বিএনপির সভাপতি মনির মোল্লা। বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরুজ আহমেদ। লক্ষিপুর জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নজরুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। একই সাথে দেশ ও দলের নেতা-কর্মীদের জন্য মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এ ইফতার মাহফিলের মাধ্যমে সৌদি আরবের বিএনপির নেতাকর্মীরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি দলের প্রতি তাদের অবিচল সমর্থন ও আনুগত্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলের অগ্রযাত্রা এবং সৌদি আরবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনা করেন।

মেসেঞ্জার/তুষার