
ছবি : মেসেঞ্জার
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন ৬৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল। প্রায় ৫ লক্ষ রিয়াল বাজেটের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল এবং এতে প্রতিযোগিতা করবে মোট ১৬টি দল।
শনিবার (২২ মার্চ) আয়োজকদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সাংবাদিকদের সাথে ইফতার পূর্ব আলোচনায় এ তথ্য জানান উদ্যোক্তারা।
বাংলাদেশের বিপিএলের আদলে দেশের ১৬টি জেলার নামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানের জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে যাচ্ছেন হেলিকপ্টার বাবলু, কিং শুক্কুর, ডিজে রনিসহ ৫০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ। পাকিস্তান থেকে অংশ নেবেন তৈমুর মির্জা, জহির কালিয়া, খুররম চাকওয়ালসহ ১৬ জন তারকা ক্রিকেটার।
টুর্নামেন্টের উদ্যোক্তারা ইতোমধ্যে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন, যেখানে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সৌদি আরবে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাড়ানোই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
মেসেঞ্জার/তুষার