ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

দেশী খেজুর

প্রকাশিত: ১৯:২০, ২০ জুন ২০২৪

আপডেট: ১৯:২১, ২০ জুন ২০২৪

দেশী খেজুর

ছবি : আজাহার উদ্দিন

আমাদের দেশী খেজুর। এই খেজুরের কদর নাই বললেই চলে। তবে, আগে দেখা যেতো এসব খেজুর গাছে পাকলে বা লবণ দিয়ে পাকিয়ে বিভিন্ন গ্রাম থেকে শহরে নিয়ে এসে বিক্রি করা হতো। এখন আর এই দৃশ্য দেখা যায়না। তাই গাছে পেঁকে পড়ে নষ্ট হয়ে যায় এসব খেজুর। তবে, শালিক, কাঠশালিক, বুলবুলি বৌরি, গো শালিক সহ বিভিন্ন দেশীয় পাখির খুব প্রিয় এই খেজুর। পাকতে না পাকতে গাছে আনাগোনা শুরু হয়ে গেছে পাখিদের। তবে, কিছু কিছু পাঁকা খেজুর দেখে ঠোঁট দিয়ে ভেঙ্গে খেয়ে নিচ্ছে ও নিয়ে যাচ্ছে পাখিরা। ছবিটি আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনূরা স্টেশন এলাকা থেকে তোলা।

×
Nagad