ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:১৩, ১৭ জুলাই ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা

ছবি: মেসেঞ্জার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকের তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে। এর চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বুধবার সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেননি।  এর আগে মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্র কার্যালয়ে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। 

এর কিছুক্ষণ পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মধ্য রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’।

তিনি বলেন, কাপুরুষের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালানো হয়েছে। তারা সেখানে ঢুকে নাটক করেছে, সেখানে নাকি বিস্ফোরক আছে, লাঠিসোটা আছে। আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ, ঘৃণা জানাচ্ছি।

মেসেঞ্জার/দিশা