ঢাকা,  শুক্রবার
১৩ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:২৮, ২৩ আগস্ট ২০২৪

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও অংশ নেন।

আমীর খসরু মাহমুদ পরে সাংবাদিকদের বলেন, সামনের দিনে দুই দেশ কোন কোন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করতে পারে এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে যা আগে ছিল না। দক্ষিল এশিয়ার মধ্যে বিজনেস ইন্টিগ্রিটিশনে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে। সেটি নিয়ে আলোচনা হয়েছে।

দ্বিপাক্ষিক আঞ্চলিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল বলেও জানান বিএনপির এই নেতা।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad