ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শোকাহত পরিবারকে রাজধানীর মাতুয়াইলে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কেউ কথা বললে তাকে আয়নাঘরে যেতে হয় না। এমন পরিবেশের জন্যই বিএনপি আন্দোলন করেছে। ছাত্র-জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, শুধুমাত্র ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে।
মেসেঞ্জার/ফামিমা