ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মার্চ ফর ডেমোক্রেসি

কর্মসূচিতে বাধা দেওয়ায় মামলা করবে বিএনপি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:১০, ৪ অক্টোবর ২০২৪

কর্মসূচিতে বাধা দেওয়ায় মামলা করবে বিএনপি

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৩ সালের ডিসেম্বরে গুলশানের বাসা থেকে 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে যেতে বাধা দেওয়ায় গুলশান থানায় মামলা করবে বিএনপি।

শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরের দলটিত মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানান।

শামসুদ্দিন দিদার জানান, সাবেক প্রধানমন্ত্রী (তৎকালীন বিরোধী দলীয় নেতা) ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিগত ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে যেতে না দেয়া ও সেই সাথে বাসভবনের সামনের দুইপাশের রাস্তায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা ও বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে গুলশান থানায় এজাহার দাখিল করা হবে।

মেসেঞ্জার/আজিজ