ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজারীবাগ এলাকায় নিজ বাসার সামনে মো. জাহাঙ্গীর (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে পরিবার।
নিহত জাহাঙ্গীরের ভাতিজা রুবেল জানান, আমার চাচা রাতে বাসার পাশের দোকান থেকে ফেরার পথে মুখোশধারীরা এলোপাতাড়ি কুপিয়ে আমার চাচাকে গুরুতর আহত করে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান চাচা আর বেঁচে নেই।
তিনি আরও জানান, আমার চাচা স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় বাসার সামনেই কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে।
মেসেঞ্জার/আজিজ