ঢাকা,  শুক্রবার
০১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:১১, ৩১ অক্টোবর ২০২৪

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুরের পর আগুন জ্বালিয়ে দিয়েছে 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা'

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে।

সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেওয়া হয়। দুই পক্ষই দাবি করেছে, তাদের ওপর আগে হামলা হয়েছে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সেই মিছিলটি শাহবাগ হয়ে বিজয়নগরে যায়। সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেপতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা দেশবিরোধী চক্রান্তেরপ্রতিবাদেফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা ব্যানারে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায় মিছিলকারীরা। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

মেসেঞ্জার/ফামিমা