ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

গণঅভ্যুত্থানে আহতদের তারেক রহমানের চিকিৎসা সহায়তা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:০৫, ২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:০৯, ২ নভেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানে আহতদের তারেক রহমানের চিকিৎসা সহায়তা

ছবি : সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে আরও কয়েকজনকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মিরপুর, সাভার ও উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের চিকিৎসা সহায়তা এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আজ এ সহায়তা প্রদান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আহত মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর, মো. শহীদুল্লাহর সাথে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করে। 

ছাত্র-জনতার গণআন্দোলনে আহত চিকিৎসাধীন মুরাদ ইসলামকে গতকাল দুপুরে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে, সাভারে হারুন মিয়ার বাসায় ও বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন। 

মেসেঞ্জার/দিশা