ঢাকা,  বুধবার
০৬ নভেম্বর ২০২৪

The Daily Messenger

অর্থনীতির অবকাঠামো তৈরি করেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:২১, ৬ নভেম্বর ২০২৪

অর্থনীতির অবকাঠামো তৈরি করেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

অর্থনীতির অবকাঠামো তৈরি, উন্নয়নের ভিত্তি, বৈদেশিক বাজার তৈরি করেছিলেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ নভেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৭ নভেম্বর ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ৭ নভেম্বর দেশ নতুন স্বত্বা পেয়েছিলো, জাতি অস্তিত্ব ফিরে পেয়েছিলো। বহুদলীয় রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। অর্থনীতির অবকাঠামো তৈরি, উন্নয়নের ভিত্তি, বৈদেশিক বাজার তৈরি করেছিলেন জিয়াউর রহমান। ৯০ এ ছাত্র-জনতা আরেকটি অভ্যুত্থানে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে এসেছিল। ২৪ এ আরেকটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আবার মুক্ত দেশ পেয়েছি।

তিনি আরও বলেন, ড. ইউনূসের সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে প্রয়োজনীয় সংস্কার করতে। তিনি অতিদ্রুত সেই সংস্কারগুলো করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিবেন এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন বলে প্রত্যাশা করি।

মেসেঞ্জার/ফামিমা