ঢাকা,  শুক্রবার
১৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানবকে সরিয়ে নতুন স্বপ্ন দেখছে: ফখরুল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০১, ১৪ নভেম্বর ২০২৪

দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানবকে সরিয়ে নতুন স্বপ্ন দেখছে: ফখরুল

ছবি: সংগৃহীত

এই দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানবকে সরিয়ে নতুন স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেয়া হয়েছিল। ওই ৩১ দফার সঙ্গে মিলে যাবে নতুন প্রস্তাব।

বিএনপি মহাসচিব বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন।

তিনি আরও বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেয়া হয়। নতুন যে প্রস্তাব দেয়া হবে, এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, মিলতে হবেই। কেননা, এটা জাতিকে এগিয়ে নেয়ার ভাবনা থেকেই করা হয়ছে।

মেসেঞ্জার/ফামিমা