ছবি : মেসেঞ্জার
শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে নয় দেশে গণহত্যা লুটপাট ধংসের সাথে জড়িত থাকার কারণে ফিরিয়ে এনে বিচারের মুখিমুখি করতে চাই, যাতে আর বাংলাদেশ কেউ দানবীয়তা পুণ:প্রতিষ্ঠার স্বপ্নও দেখতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা কণ্ঠ শিল্পী বেবি নাজনীন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাতক আসাদুজ্জামান বাবু, রংপুর মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।
এসময় দলের ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনকে আমরা যত হালকাভাবে আমরা নেবো। যত হয়ে যাবে বলে আমরা মনে করবো, সেটা নাও হতে পারে। সেকারণেই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কঠিনও হতে পারে। সেকারণে সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
দুদু বলেন, ‘আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে দেশে ফিরিয়ে আনার কথা বলছি না। তিনি যে গণহত্যা করেছেন, লুণ্ঠন করেছেন, লুটপাট করেছেন, ধ্বংস করেছেন বাংলাদেশে। তাকে আমরা ফেরত আনতে চাই। বিচারের মুখোমুখি করে এই ধরণের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে বাংলাদেশে আর দানবের কোন শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা না থাকে। এটাই আমাদের লক্ষ।
নির্বাচন ভাবনা নিয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের মাধ্যমে অতীতেও ক্ষমতায় এসেছে। ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে বিএনপিকে। সেই তৈরি হওয়ার জন্যই দেশ নায়ক তারেক রহমন নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা নিয়ে কাজ শুরু করেছেন। গত ১৬ বছরে যেমন বিএনপিতে তৈরি করেছেন আন্দোলনের জন্য। এখন ক্ষমতার জন্য নতুন বাংলাদেশ নির্মানের জন্য গণতন্ত্রের জন্য তিনি বিএনপিকে আরও আধুনিকায়ন আরও সুশৃঙখল আরও মজবুত করার জন্য সারাদেশে সাংগঠনিক সভা আয়োজন করেছেন।’
দুদু আরও বলেন, ‘ আমরা যে লড়াইটা শুরু করেছি। সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই। যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এই দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা। আমাদের পাশের দেশ গণতন্ত্রের ধারায় ফিরে আসবে। ৭১ এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ২৪ এর যে গণঅভ্যুত্থান যে বিপ্লব। সেখানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি তাদের সহযোগিতা ও সাহায্য অব্যাহত রেখেছে। তাদের পাশে সব সময় থাকবে বিএনপি।’
মেসেঞ্জার/তুষার