ছবি : মেসেঞ্জার
‘পিঠার গন্ধে জাগে শীতের স্মৃতি, উৎসবে মিশে বাংলার প্রীতি’ এই স্লোগানকে ধারণ করে রাজধানীর মিরপুরে দারুসসালাম মডেল স্কুলে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠান- ২০২৫। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত মিরপুর দারুসসালাম মডেল স্কুলে শিক্ষক পরিষদের নিজস্ব আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
দারুসসালাম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াসীন আলী তুরাগের পরিচালনায় ও সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রতিবারের ন্যায় এবছরও দারুসসালাম মডেল স্কুলের শিক্ষক পরিষদের আয়োজনে পিঠা উৎসবে বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন স্টলে প্রায় ১৫ থেকে ২০ প্রকার পিঠার প্রদর্শনী হয়েছে। এতে করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে স্কুলে আয়োজিত এই পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পিঠা উৎসবে ভাপা পিঠা, পাটি সাপটা, দুধ কলি, গোলাপফুল পিঠা, কেক, সংসার পিঠা, পাকন সংসার, চিতই পিঠা, তেলের পিঠা, কুলি পিঠাসহ নানা ধরনের বাহারি রং ও স্বাদের পিঠা সাজানো হয়।
দারুসসালাম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াসীন আলী তুরাগ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের প্রাণের স্কুল দারুসসালাম মডেল স্কুলে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানের এ আয়োজনে আমরা অনেক আনন্দ উল্লাস করে উদযাপন করছি। আগের দিন বাসায় পিঠা তৈরি করে পরের দিন স্কুলে পিঠা উৎসবের এ অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেছেন। ছোট্ট পরিসরের এ আয়োজনে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে স্টলের পিঠা খুব দ্রুতই বিক্রি হয়েছে।
দারুসসালাম মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক রিয়াদ ইসলাম আসিফ বলেন, আমাদের শিক্ষক পরিষদের পক্ষ থেকে এই পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রতিবছর শীতের মৌসুমে এই পিঠার আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের মাঝে আনন্দের আমেজ বইতে থাকে।
সহকারী শিক্ষক ইফফাত আরা সুরভী বলেন, পিঠা উৎসব আমাদের বাঙালি সংস্কৃতির অঙ্গ। কোমলমতি শিক্ষার্থীদের এ আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ও উৎসবের মধ্যমনি বিভিন্ন প্রকারের পিঠা সম্পর্কে পরিচিত হতে বিদ্যালয়টির এমন আয়োজন পিঠাকে উৎসবে পরিণত করেছে। এমন আয়োজনে প্রধান শিক্ষক ইয়াসিন আলী তুরাগ স্যারসহ আয়োজকদের অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই।
পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শিলা আক্তার, ফারজানা আক্তার, নাদিয়া হক, সাদিয়া ইসলাম মুন, নূরমা, শায়লা আক্তারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
মেসেঞ্জার/তুষার