ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মিরপুরে ইকবাল হোসেন দিপুর নেতৃত্বে দারুসসালাম থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মিরপুরে ইকবাল হোসেন দিপুর নেতৃত্বে দারুসসালাম থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছবি : মেসেঞ্জার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে রাজধানীর মিরপুর দারুসসালাম থানা ছাত্রদল। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খাঁন ও সদস্য সচিব আকরাম এর দিকনির্দেশনায় দারুসসালাম থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন দিপুর নেতৃত্বে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাজার রোড থেকে শুরু হয়ে মাজারের সামনে দিয়ে টোলারবাগ আনসার ক‍্যম্প গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দারুসসালাম থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন দিপু বলেন, ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা, ফ্যাসিস্টরা নস্যাৎ করতে চাই। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে থেকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য রাজপথে নামার ঘোষণা দিয়েছে। মিরপুরের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে ফ্যাসিস্ট আওয়ামী দোসররা। আমরা দারুসসালাম থানা ছাত্রদল তাদের যে কোনো চক্রান্তকে প্রতিহত করতে বদ্ধপরিকর। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে সকল অপশক্তিকে শক্ত হাতে দমন করার ঘোষণা দেওয়া হয়।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সারাদেশের আওয়ামী ফ্যাসিস্টরা মামলা খেয়ে পলাতক থাকলেও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খুনি হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য পলাতক নেতাকর্মীদের ইন্ধন দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা হচ্ছে বলে জানান ছাত্রদলের এ নেতা। তিনি ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এছাড়া যারা বিভিন্ন মামলার আসামি হয়ে এখনো পলাতক রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানানো হয়।

এসময় ছাত্রদল নেতারা বলেন, বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা, তাঁর পরিবার ও আওয়ামী লীগ নেতারা। দেশের অর্থনীতি ধ্বংসের পাশাপাশি মুজিব কন্যা ফ্যাসিস্ট হাসিনা দেশের বিচার ব্যবস্থা ধ্বংস, গণতন্ত্র হত্যা, গুম-খুনের রাম-রাজত্ব ও মুজিব কোর্ট কায়েম করেছিল। ভারতপ্রীতি নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে খুনি শেখ হাসিনা। এই আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, তারা মানুষের ভোটের অধিকার হরণ করছে।

অপরদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র ও অবাধ বাক স্বাধীনতা কায়েম করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান দেশের জনগণের মুক্তির লক্ষে রাষ্ট্র গঠনে ৩১ দফা জাতির সম্মুখে পেশ করেছেন। শিক্ষিত যুবকদের বেকার ভাতা, কৃষকদের ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রি, ফ্যামিলি কার্ড, চিকিৎসা সুবিধা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নসহ ৩১ দফা প্রণয়ন করেছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিণির্মাণ হবে।

এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারুসসালাম থানা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ ইসলাম আসিফ, সহ-সভাপতি নাহিদ খান, দারুসসালাম থানার ৯নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজ, ১২নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শাকিল, ১০নং ওয়ার্ড ছাত্রদলের সুজন, স্বাধীনসহ দারুসসালাম থানা, ওয়ার্ড ও ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা।

মেসেঞ্জার/তুষার