ইউর্গেন ক্লপের শূন্যতা পূরণ করার বিশাল দায়িত্ব ছিল কাঁধে। ৯ বছর লিভারপুল খেলেছে আক্রমণাত্মক ধারার কাউন্টারেপ্রেসিং ফুটবল। নতুন মৌসুমে নতুন কোচ আর্নে স্লট লিভারপুলকে শেখালেন খানিক ধীরগতির ফ্লুইড মোশনের খেলা। আর তাতে ফলাফল এলো রাতারাতি। নতুন ঘরানার চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে নকআউট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।