ব্যক্তিগত ইতিহাসের সবচেয়ে বাজে সময়ে আগেই পা দিয়েছিলেন পেপ গার্দিওলা। এমনকি টানা চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও সাম্প্রতিক কালের সবচেয়ে করুণ অবস্থানে নেমে গেছে। তাদের হতাশার গল্প আরও দীর্ঘ করল অ্যাস্টন ভিলা। শনিবার (২১ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-১ গোলে হার নিয়ে ফিরেছে ইতিহাদের ক্লাবটি। এদিকে, গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে আর্সেনাল ৫-১ গোলের বড় ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে।