ঢাকা,  সোমবার
২৮ এপ্রিল ২০২৫

The Daily Messenger

পর্তুগালের প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই রোনালদো

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১০:০৮, ২০ মার্চ ২০২৪

পর্তুগালের প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই রোনালদো

ছবি: সংগৃহীত

সর্বশেষ কাতার বিশ্বকাপে তিক্ত কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই অবস্থা এখন আর নেই, মাঠের পারফরম্যান্সে জাতীয় দলেও নতুন কোচের অধীনে প্রায় নিয়মিত মুখ সিআরসেভেন। তবে এবারের ঘোষিত প্রীতি ম্যাচের স্কোয়াডে তার নাম নেই।

বৃহস্পতিবার (২১) রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। কিন্তু ম্যাচে ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে নেই রোনালদোর নাম। এরপর থেকে তিনি বাদ পড়েছেন কিনা সেই আলোচনা শুরু হয়েছে। তবে কেবল রোনালদোই নন, ওই দলের বাইরে রাখা হয়েছে আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। সেই তালিকায় আছেন– দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া এবং জোয়াও ফেলিক্স। যদিও এর পেছনে তাদের বিশ্রাম দেওয়ার কথা জানা গেছে।

সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই মূলত প্রীতি ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে রোনালদো, কানসেলো ও ফেলিক্সদের। একই কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রিও এএস। তাদের দাবি– ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে ছেটে ফেলা হয়নি, তাকে কেবল আসন্ন প্রীতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহেই ফের পর্তুগাল দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে রোনালদো জাতীয় দলের ৩২ সদস্যের প্রাথমিক দলে ছিলেন।

রবার্তো মার্টিনেজ পর্তুগালের কোচ হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত অপরাজিত আছেন রোনালদোরা। তার অধীনে ১০ ম্যাচের সবকটিতেই জিতেছে পর্তুগাল। যেখানে যেখানে প্রতিপক্ষের জালে ৩৬ গোল দিলেও, নিজেরা হজম করেছে মাত্র দুই গোল। ওই সময়ে পর্তুগিজদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১০ গোল এসেছে সিআরসেভেনের পা থেকে।

মেসেঞ্জার/ফারদিন