ছবি : সংগৃহীত
জার্মানির রেল সংস্থা ডয়চে বান জানিয়েছে, ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম ছয় দিন ট্রেনের ভেতর স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বিয়ার বিক্রি হয়েছে। ১৪ জুন শুরু হওয়া ইউরো চলবে ১৪ জুলাই পর্যন্ত।
এক বিবৃতিতে ডয়চে বান জানিয়েছে, টুর্নামেন্টের প্রথম ছয় দিনে ৪৪ হাজার ৫৮৮ লিটার বিয়ার বিক্রি হয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ। স্ন্যাকস ও অন্যান্য পানীয় বিক্রিও বেড়েছে। ব্রাটভুয়র্স্ট সসেজের চাহিদা ৬৩ শতাংশ বেড়েছে।
ইউরো ২০২৪ এর অন্যতম স্পন্সর ডয়চে বান। টুর্নামেন্ট উপলক্ষে ফ্যান টিকিট ও ফ্যান বানকার্ড (যে কার্ড থাকলে কমমূল্যে টিকিট কেনা যায়) ছেড়েছে জার্মানির এই রেল সংস্থা।
এছাড়া প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। ফুটবল ম্যাচের টিকিট থাকলে কম মূল্যে ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
প্রথম ছয় দিনে ৩০ লাখের বেশি মানুষ ডয়চে বানের দ্রুতগামীর আইসিই ও ইন্টারসিটি ট্রেন ব্যবহার করেছেন।
জার্মানির ১০ শহরে ইউরো অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি শহরে ফ্যান জোন তৈরি করা হয়েছে। যেখানে বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। সুইজারল্যান্ড, রোমানিয়া সহ কয়েকটি দেশ এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে ট্রেন ব্যবহার করছে।
মেসেঞ্জার/আপেল