ঢাকা,  মঙ্গলবার
০২ জুলাই ২০২৪

The Daily Messenger

ফাইনালে অপরিবর্তিত একাদশ, টস জিতে ব্যাটিংয়ে ভারত

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২০:২৬, ২৯ জুন ২০২৪

আপডেট: ২০:৪৬, ২৯ জুন ২০২৪

ফাইনালে অপরিবর্তিত একাদশ, টস জিতে ব্যাটিংয়ে ভারত

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয়! কার হাতে উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ? সেই প্রশ্নের মীমাংসায় শনিবার (২৯ জুন) রাতে বার্বাডোজের কেনসিংটন স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে এক বছরের মধ্যে আইসিসির তিনটি ফাইনাল খেলছে ভারত। তবে আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতা হয়নি রোহিতদের। এবার কি সেই দুঃখ ঘুচবে তাঁদের?

১১ বছর ধরে আইসিসির কোনো ট্রফি জেতা হয়নি ভারতের। সবশেষ ২০১৩ সালে জিতেছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। দক্ষিণ আফ্রিকার ঘরে আইসিসির ট্রফি বলতে আছে শুধু এটি। ঢাকায় ১৯৯৮ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণের শিরোপা জিতেছিল তারা। আর এবারই উঠেছে কোনো বিশ্বকাপের ফাইনালে। 

ভারত ও দক্ষিণ আফ্রিকা—দুই দলই এবারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে অপরাজিত থেকে। শিরোপা লড়াইয়ে দুই দলই মুখোমুখি হচ্ছে অপরিবর্তিত একাদশ নিয়ে। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হ্যান্ডরিকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্তাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাব্রাইজ শামসি।

মেসেঞ্জার/তারেক