ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৮:১৭, ৬ জুলাই ২০২৪

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে পাকিস্তান। ২৪ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ২৬ ও ২৮ নভেম্বর।

পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ও ৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের বাকী ম্যাচ খেলবে দু’দল। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিলো পাকিস্তান ক্রিকেট দল। সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো পাকিস্তান।

টেস্টে হোয়াইওয়াশ ও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো সফরকারীরা। ২০১৮ সালের পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেনি পাকিস্তান। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো উপমহাদেশের দলটি।

জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলের সূচি :

২৪ নভেম্বর ২০২৪ : প্রথম ওয়ানডে, বুলাওয়ে
২৬ নভেম্বর ২০২৪ : দ্বিতীয় ওয়ানডে, বুলাওয়ে
২৮ নভেম্বর ২০২৪ : তৃতীয় ওয়ানডে, বুলাওয়ে
১ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি, বুলাওয়ে
৩ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে
৫ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে

মেসেঞ্জার/তারেক

×
Nagad