ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

২০২৫ চ্যাম্পিয়ন্স লীগে থাকছে না ডেভিড ওয়ার্নার

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৮:১২, ১৫ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৩৬, ১৭ জুলাই ২০২৪

২০২৫ চ্যাম্পিয়ন্স লীগে থাকছে না ডেভিড ওয়ার্নার

ছবি : সংগৃহীত

অষ্ট্রেলিয়ান জাতীয় দলের সিলেক্টর সাবেক ব্যাটার জর্জ বেইলি সোমবার (১৫ জুলাই) গণমাধ্যমে জানিয়েছেন, ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লীগে ডেভিড ওয়ার্নারের দলে থাকার কোনো সম্ভাবনা নেই।

আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেও ওয়ার্নার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি যদি দলে সিলেক্ট হন তাহলে পাকিস্তানে দলের সাথে খেলতে যাবেন। যদিও বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেন ওয়ার্নার। যেখানে ২৪ রান করেছিলেন এই ব্যাটার।

যদিও, অষ্ট্রেলিয়া ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয় হেভিওয়েটদের।

বেইলি বলেন, “আমরা বুঝি সে অবসর নিয়েছে। তিন ফরম্যাটে পুরো ক্যারিয়ারে দুর্দান্ত খেলেছে সে। কিন্তু এখন আমাদের প্লানিং ভিন্ন, যেখানে তাকে রাখার সুযোগ নেই।“

তিনি আরো বলেন, ওয়ার্নার এর ক্যারিয়ার অনেকের কাছে স্বপ্নের মতো। তার অবদান দলের জন্য এটা ভোলার নয়। আমাদের তাকে বাদ দিয়েই আগামীর পরিকল্পনা করতে হচ্ছে।

উল্লেখ্য: ২০২৩ বিশ্বকাপ জয়ে দারুন অবদান ছিল ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার হয়ে মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১১ ম্যাচে ওয়ার্নার করেছিলেন ৫৩৫ রান। তার মধ্যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

মেসেঞ্জার/সৌরভ