ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

গুলিতে নিহত সাবেক লঙ্কান ক্রিকেটার 

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৪:১৯, ১৭ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৫৭, ১৭ জুলাই ২০২৪

গুলিতে নিহত সাবেক লঙ্কান ক্রিকেটার 

ছবি : সংগৃহীত

নিজ বাড়ির সামনেই অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধামিকা নিরোশানা। শ্রীলঙ্কার আমবালানগোদা এলাকায় একটি ১২-বোর ফায়ারআর্মের গুলিতে নিহত হয়েছেন সাবেক এই ক্রিকেটার। লঙ্কান পুলিশের বক্তব্য, ঘটনার মূল হোতাকে শনাক্তের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। 

এই ঘটনায় নিরোশানার স্ত্রী এবং দুই সন্তান নিরাপদ আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঘটনার সময় তারা এই সাবেক ক্রিকেটারের সামনেই ছিলেন। তবে কী কারণে এমন হামলা চালানো হলো তার ওপর, তাও জানা সম্ভব হয়নি।  

২০০৪ সালে নিজের ক্যারিয়ার পুরোপুরি বিকশিত হওয়ার আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন ধামিকা নিরোশানা। মূলত ছিলেন একজন ফাস্ট বোলার। তবে ব্যাট হাতেও বেশ ভালোই ছিলেন তিনি। ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ দলে তার অভিষেক হয়। অধিনায়ক হন ২০০২ সালে এসে। যদিও ক্যারিয়ারটা খুব বেশি বিকশিত করতে পারেননি।

জাতীয় দলের হয়ে কখনো না খেললেও শ্রীলঙ্কার একাধিক তারকা খেলেছিলেন তারই অধীনে। অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা আর ফারভিজ মাহরুফ তারই অধীনে অনূর্ধ্ব-১৯ এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন। 

সবমিলিয়ে অনূর্ধ-১৯ দলের বাইরে গল ক্রিকেট ক্লাবের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৮টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন নিরোশানা। সেই সময়েই ব্যাট হাতে ৩০০ রান আর বল হাতে পেয়েছিলেন ১৯ উইকেট। ২০০০ সালে অভিষেকের পর থেকে খেলেছেন একাধিক যুব পর্যায়ের ওয়ানডে এবং টেস্ট ম্যাচ। 

মেসেঞ্জার/আজিজ