ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১০:১৭, ২৫ জুলাই ২০২৪

সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

নিজেদের বোঝাপড়ার ভুলে শুরুতে পিছিয়ে পড়ল বাংলাদেশ। পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। সাগরিকার হ্যাটট্রিকে উড়িয়ে দিল ভুটানকে। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ। পাঁচটি গোলই সফরকারীরা করে দ্বিতীয়ার্ধে।

তবে ম্যাচের প্রথমার্ধে কিন্তু এগিয়ে ছিল স্বাগতিকেরাই। ম্যাচের ১৩ মিনিটের মাথায় পেমা ছোদেন এগিয়ে দেন ভুটানকে। এরপর বাংলাদেশ চেষ্টা করলেও প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধে বেশি গোছালো দল হিসেবে খেলতে থাকে বাংলাদেশ। গোলের জন্য দ্বিতীয়ার্ধের ৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৪৯ মিনিটে গোলের মুখ খোলেন মোসামাৎ সাগরিকা। এর পর ৫৩ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন এবং ৫৫ মিনিটে রিতু পর্ণা চাকমা গোল করলে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। ৪৯-৫৫—এই ৬ মিনিটে ৩ গোলের ঝড়ে লন্ডভন্ড ভুটান। পরে ৭৬ ও ৯০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।

দুই ম্যাচ সিরিজের পরের ম্যাচ ২৭ জুলাই।

মেসেঞ্জার/আজিজ