ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অনন্য রেকর্ড গড়লেন ম্যাচ রেফারি শ্রীলংকার মাদুগালে

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২১:২৩, ৭ আগস্ট ২০২৪

অনন্য রেকর্ড গড়লেন ম্যাচ রেফারি শ্রীলংকার মাদুগালে

ছবিঃ সংগৃহীত

ম্যাচ রেফারি হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। প্রথম ম্যাচ রেফারি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৪০০ ম্যাচ পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ এ অনন্য এ রেকর্ড গড়লেন এ লংঙ্কান।

১৯৯৩ সালের ১ ডিসেম্বর পাকিস্তান- জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় মাদুগালের। শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে খেলেছেন তিনি।
  
৪০০টি ওয়ানডের পাশাপাশি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১৬টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন ৬৫ বছর বয়সী মাদুগালে। একসময় আইসিসির প্রথম প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন তিনি, যদিও পরে সে পদ বিলুপ্ত করে আইসিসি। এখন আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।

সর্বোচ্চ ওয়ানডে পরিচালনা করা ম্যাচ রেফারি

ম্যাচ রেফারি ওয়ানডে

রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা)   ৪০০
ক্রিস ব্রড (ইংল্যান্ড)           ৩৬১
জেফ ক্রো (নিউজিল্যান্ড)  ৩২৯
জাভাগাল শ্রীনাথ (ভারত)   ২৬৮
অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে) ২২৮

রেকর্ড গড়ার দিনে মাদুগালেকে সম্মান জানিয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও পরবর্তী সময় আম্পায়ারদের পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার সাইমন টউফেল বলেছেন, ‘রঞ্জনের দীর্ঘস্থায়িত্ব অসাধারণ। আমার আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের শুরু এবং শেষে ছিল সে।’

মেসেঞ্জার/তারেক