ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব আগেই দেয়া ছিল। বাংলাদেশে চলমান অস্থিরতার মাঝে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সুষ্ঠু পরিবেশ ছিল না সেটা অনেকটা দিবালোকের মতোই পরিষ্কার। এমন অবস্থায় বাংলাদেশ দলকে আগেই পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব দেয় পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে।
চারদিন এগিয়ে আনার পর ১২ই আগস্ট দুপুর ৩.৪৫ মিনিটের ফ্লাইটে করে পাকিস্তান যাবে বাংলাদেশ দলের ক্রিকেটার। সবমিলিয়ে কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে ১৮ জনের বহর যাবে ইসলামাবাদে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। যদিও আগে থেকে কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছে।
দেশের পরিস্থিতি তুলনামূলক বদলাতে শুরু করলেও স্টেডিয়ামে এখনও অনুশীলনের পুরো পরিবেশ ফেরেনি। দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান এখন পর্যন্ত অজানা। এ ছাড়া আরও কয়েকজন পরিচালকও আত্মগোপনে আছেন। যে কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা এখনও স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না। সবমিলিয়ে আগেভাগেই পাকিস্তানে গিয়ে পরিপূর্ণ অনুশীলনের চিন্তা বিসিবির।
এর আগে নির্ধারিত সূচি বিবেচনায় আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শান্ত-বাবরের দল।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
মেসেঞ্জার/আজিজ