ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বিসিবির পরিচালক পদ থেকে সুজনের পদত্যাগ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৭:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৪

বিসিবির পরিচালক পদ থেকে সুজনের পদত্যাগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। বিসিবি সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে পদত্যাগের কারণ জানা যায়নি।

সুজন ২০০৬ সালে ক্রিকেট থেকে অবসর নেন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি। কিছুদিন পরই নেমে পড়েন কোচিংয়ে। জাতীয় দলের সহকারী ও হেড কোচের দায়িত্বও পালন করেছেন। লম্বা সময় ধরে বোর্ড পরিচালকের পদে ছিলেন।

তার বিরুদ্ধে বিভিন্ন সময় স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে। তিনি বিসিবির পরিচালকের পদে যেমন ছিলেন, তেমনি দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন আবার কোচিং করিয়েছেন বিপিএল ও ডিপিএলে। 

শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেশ ত্যাগের পর বিসিবিতে বেশ পরিবর্তন এসেছে। সভাপতি নাজমুল হাসান পদত্যাগ করেছেন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। 

পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন। এছাড়া নাঈমুর রহমান দুর্জয় বোর্ড থেকে সরে গেছেন। শফিউল আলম চৌধুরী নাদেলও বোর্ড পরিচালকের পদ ছেড়েছেন। অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়েছেন দুই পরিচালক মনজুর কাদের ও এনায়েত হোসেন সিরাজ। তারই অংশ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সুজন বোর্ড থেকে সরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
 

মেসেঞ্জার/শাহেদ

×
Nagad