ঢাকা,  শুক্রবার
২০ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

আফগানিস্তানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ০৮:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪

আফগানিস্তানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

ফিফা ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৭-১ গোলের বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উজবেকিস্তানের তাসখন্দের হোমো অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জোড়া গোল করেন মাতিয়াস রোসা। আর আর্জেন্টিনার গোলরক্ষক নিকোলাস সার্মিয়েন্টো নিজেই নিজেদের জালে আত্মঘাতী গোল করেন।

গ্রুপ পর্বের আগের ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে তারা। টানা দুই জয়ে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে তাদের।

এখন পর্যন্ত গ্রুপের চার দলই দুইটি করে ম্যাচ খেলেছে। যেখানে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান। অ্যাঙ্গোলাকে হারিয়ে এক জয় ও এক পরাজয়ে তৃতীয় স্থানে ইউক্রেন। দুই ম্যাচে কোনো জয় না পাওয়া অ্যাঙ্গোলার অবস্থান টেবিলের একেবারে তলানিতে। 

মেসেঞ্জার/আজিজ

×
Nagad