ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস।
শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই সঙ্গে বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের জয়খরা কাটায় নিগার সুলতানা জ্যোতিরা। পরের ম্যাচে আশা জাগিয়েও টাইগ্রেসরা ইংল্যান্ডের কাছে হেরে গেছে। টুর্নামেন্টে টিকে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
দুই ম্যাচে একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে বাংলাদেশ। পাঁচ দলের গ্রুপে চারে থাকা বাংলাদেশের সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে খেলার। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শেষ চারের খেলতে হলে আজ উইন্ডিজ মেয়েদের বিপক্ষে জয়ের বিকল্প নেই জ্যোতিদের।
মেসেঞ্জার/ফামিমা