ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মাহমুদুল্লাহর বিদায়ী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২০:০৭, ১২ অক্টোবর ২০২৪

মাহমুদুল্লাহর বিদায়ী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

হায়দারাবাদে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় শেষটিতে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে সফরকারী বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচ উইকেটে এবং দিল্লিতে দ্বিতীয় ম্যাচ ৮৬ রানে হেরেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।

মেহেদি হাসান মিরাজ জাকের আলীর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান।

একটি পরিবর্তন হয়েছে ভারতীয় একাদশে। পেসার অর্শদীপ সিংয়ের জায়গা দলে নেওয়া হয়েছে স্পিনার রবি বিষ্ণোইকে।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১৫টিতেই হার ১টিতে জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালে ভারতের সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে উইকেটে জয় পেয়েছিলো টাইগাররা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব রবি বিষ্ণোই।

মেসেঞ্জার/ফামিমা