ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাকিবের দেশে আসা-দেশত্যাগে বাধা থাকার কথা নয়: ক্রীড়া উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:১০, ১৩ অক্টোবর ২০২৪

সাকিবের দেশে আসা-দেশত্যাগে বাধা থাকার কথা নয়: ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আমি যতটুকু জানি সাকিবের দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন  যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আগে মিরপুর শের- বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপদেষ্টা আসিফ। সময় সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি পুরো বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।

বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার জবাব, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।

মেসেঞ্জার/ফামিমা