ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ০৮:৪৫, ২১ অক্টোবর ২০২৪

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ। ১০ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জয়ের দৌড়ে আজ মাঠে নামে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। শিরোপার মঞ্চে দীর্ঘ ১৪ বছর পর প্রোটিয়াদের ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় পরেছে কিউই মেয়েরা।

শিরোপার নির্ধারনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ডের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানের থামে প্রোটিয়া মেয়েদের ইনিংস। তাতে ৩২ রানের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিউজিল্যান্ড।

২০ অক্টোবর, ২০২৪ দিনটা স্মরণীয় হয়ে থাকবে কিউইদের জন্য। সকালে বেঙ্গালুরুতে ৩৬ বছর পর ভারতকে হারিয়ে প্রথমবার টেস্ট জিতেছে তাদের পুরুষ দল, রাতে ১৪ বছর পর বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জন করল মেয়েরা।

কিউইদের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে শিরোপার আশা জাগান ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। তবে এই জুটি ভাঙার পর শুরু হয় উইকেটের যাওয়া আসা মিছিল। দলীয় ১০০ রান করার আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। 

তাতে শিরোপা থেকে একপ্রকার ছিটকে যায় প্রোটিয়া মেয়েরা। এরপর কেবল শুধু হারের ব্যবধান কমাতে পারে তারা শুধু। লরা সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া কোল ট্রাইয়ন ১৪ ও অ্যানেরিয়া ডার্কসেন করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কেটা। শেষ পর্যন্ত ৯ উইকেটে হারিয়ে ১২৬ রানে থামে তাদের ইনিংস। তাতে প্রথমবার ফাইনালে এসেও ছোঁয়া হয়নি বিশ্বকাপের প্রার্থিত ট্রফি।

মেসেঞ্জার/আজিজ