ঢাকা,  শনিবার
২৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১০:২৮, ২ নভেম্বর ২০২৪

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক

ছবি : সংগৃহীত

বছরের শেষ ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। শুক্রবার (১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল। দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকের। তাছাড়া চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা নেইমার জুনিয়র এ বছর আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না, তা আগেই জানা গিয়েছিল। তাই দলে নেই এই তারকা ফরোয়ার্ড।

নেইমারকে দলে না রাখা নিয়ে দরিভাল বলেছেন, নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।

আমি নিশ্চিত করে বলতে পারি যে সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয় আমাদের সতর্ক থাকতে হবে। যোগ করেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। দলে ডাক পাওয়া সদস্যরা আগামী ১১ নভেম্বর থেকে বেলেমে অনুশীলন শুরু করবে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

মেসেঞ্জার/দিশা