ছবি : সংগৃহীত
হংকংয়ের মাঠে ৬ ওভারের ম্যাচে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। হংকং সিক্সেসের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে বাংলাদেশকে ৩ উইকেট ও ১ বল হাতে রেখেই হারাল শ্রীলঙ্কা। এক টুর্নামেন্টে বাংলাদেশকে দুই দুইবার হারের স্বাদ দিয়ে হংকং সিক্সেসের ফাইনালে পৌঁছে গেছে লঙ্কানরা।
গ্রুপ পর্বে হারের পর কার্যত প্রতিশোধের ম্যাচে আবারও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের দুয়ার থেকে ছিটকে গেল বাংলাদেশ। বাজে ব্যাটিং-বোলিংয়ে সেমিফাইনালেই থামলেন সাইফউদ্দিন-ইয়াসির রাব্বিরা।
রোববার (৩ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয়ে ফাইনালে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।
এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল পাকিস্তান। সেমিফাইনালে জয়ী দুই দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।
মেসেঞ্জার/দিশা