ঢাকা,  রোববার
২৪ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ইয়ামালকে ছাড়া সেল্টার সাথে বার্সেলোনার ড্র

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:২২, ২৪ নভেম্বর ২০২৪

ইয়ামালকে ছাড়া সেল্টার সাথে বার্সেলোনার ড্র

ছবি: সংগৃহীত

দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে লা লিগায় আবারো পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক স্বীকার করেছেন তার দল সত্যিকার অর্থেই বাজে ম্যাচ খেলেছে।

রাফিনহা ও রবার্ট লিওয়ানদোস্কির গোলে ৬১ মিনিটে কাতালান জায়ান্টরা ২-০ গোলের লিড নিয়েছিল। কিন্তু ৮২ মিনিটে বার্সার তরুণ মিডফিল্ডার মার্ক কাসাডোর লাল কার্ডে ভাগ্য খুলে যায় স্বাগতিক সেল্টার।

জুলেস কুন্ডের ভুলে দুই মিনিট পর আলফোনসো গঞ্জালেজ সেল্টার হয়ে এক গোল পরিশোধ করেন। ম্যাচ শেষের চার মিনিট আগে হুগো আলভারেজ স্বাগতিকদের সমতায় ফেরান।

এবারের মৌসুমে বার্সেলোনা এ পর্যন্ত ১৪ ম্যাচের ১১টিতে জয়ী হয়েছে। কিন্তু এনিয়ে তৃতীয় ম্যাচে টিনএজ উইঙ্গার লামিন ইয়ামালকে ছাড়া মাঠে নেমে পয়েন্ট হারাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

বার্সা কোচ ফ্লিক বলেছেন ইনজুরিতে থাকা ১৭ বছর বয়সী উইঙ্গার ইয়ামালকে ছাড়া ম্যাচ জয় করা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ম্যাচের শেষভাগে দুই গোল হজম করা সত্যিই হতাশার। ফ্লিক আরো বলেন, এটা সত্যিই বাজে একটি ম্যাচ ছিল।

এই ধরনের পরিস্থিতিতে আমরা কখনো পড়তে চাইনা। দেখে মনে হয়েছে স্বাভাবিক খেলাটাও আমরা ভুলে গেছি।বার্সা মিডফিল্ডার হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর কাল মূল দলে খেলার সুযোগ পেয়েছেন।

গাভি বলেছেন, এই ম্যাচটা আমাদের নিয়ন্ত্রনেই ছিল। কিন্তু লাল কার্ড ম্যাচে দারুনভাবে প্রভাব ফেলেছে। একজন বেশী নিয়ে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে দুটি আক্রমনেই তারা গোল আদায় করে নিয়েছেন। এই ম্যাচ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে।

কুন্ডের লফটেড পাসে ১৫ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর পোলিশ তারকা লিওয়ানদোস্কির একটি গোল বাতিল হয়ে যায়। ৩৬ বছর বয়সী ৬১ মিনিটে ঠিকই গোল আদায় করে নিয়ে ব্যবধান দ্বিগুন করেন।

এর মাধ্যমে এবারের লিগে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫। লিগের শীর্ষ গোলদাতার তালিকায় এখনো নিজের নাম সবার উপরে রেখেছেন লেভা।

হুগো আলভারেজের একটি শট পা দিয়ে দারুন দক্ষতায় রুখে দিয়ে বার্সেলোনাকে রক্ষা করেছেন ইনাকি পেনা। রাফিনহার একটি শট পোস্টে লেগে ফেরত আসে। এই মিসের পরপরই ৮২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কাসাডো।

এর মাধ্যমে সেল্টা আত্মবিশ্বাস ফিরে পায়। দুই মিনিটের মধ্যে কুন্ডের বলের নিয়ন্ত্রন হারালে গঞ্জালেজ পেনাকে পরাস্ত করেন। ৮৬ মিনিটে আলভারেজ সেল্টাকে সমতায় ফেরান। 

মেসেঞ্জার/তারেক