ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ফেইনুর্ডের বিপক্ষে ম্যানচেষ্টার সিটির ড্র

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:৫০, ২৭ নভেম্বর ২০২৪

ফেইনুর্ডের বিপক্ষে ম্যানচেষ্টার সিটির ড্র

ছবি : সংগৃহীত

ঠিক আর কী করলে জয় পাবে ম্যানচেস্টার সিটি। একের পর এক পরীক্ষা চালিয়ে সফল হওয়া কোচ পেপ গার্দিওলা টানা ৬ ম্যাচ রইলেন জয়হীন। ৫ ম্যাচ হারের পর মঙ্গলবার ড্র করেছে তার দল। কিন্তু, ড্রটাও যে প্রাপ্য ছিল না তাদের। ম্যাচের বড় একটা সময় নিজেদের মাঠ ইতিহাদে ফেইনুর্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে দলটা। 

কিন্তু পেপ গার্দিওলার সময়টা এখন নিতান্তই মন্দ। ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকা দলটা ম্যাচ শেষ করেছে ৩-৩ ড্র নিয়ে। সেইসঙ্গে দেখা গেল এমন এক ফল যা আগে কখনই দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৭৫ মিনিট পর্যন্ত ৩ গোলের লিড থাকলেও জয় নিয়ে ফিরতে না পারা দল হলো ম্যান সিটি। 

ম্যাচের শুরুটা অবশ্য বেশ দারুণ ছিল সিটির। শুরু থেকেই আক্রমণে দাপট দেখানো দলটি প্রথম গোল পায় ৪৪ মিনিটে। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন আর্লিং হালান্ড। বিরতির পর শুরুটা দারুণ হয় সিটির। ৫০ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন হালান্ড। 

৭৫তম মিনিটে এক গোল ফেরান আনিস হেজ মুসা। ৮২ মিনিটে ম্যানসিটির জালে বল পাঠান সান্তিয়াগো হিমেনেস। আর ৮৯তম মিনিটে গোল করে ইতিহাদের গ্যালারি স্তব্ধ করে দেন দাভিদ হানচকো।

লিগ কাপে টটেনহামের কাছে হার দিয়ে দুঃস্বপ্নের যাত্রা শুরু ম্যানসিটির। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহামের বিপক্ষে হারতে হয় তাদের। আর চ্যাম্পিয়নস লিগে হেরেছিল স্পোর্তিং লিসবনের কাছে। সপ্তাহ ঘুরে ফের পয়েন্ট হারাল ফেইনুর্দের কাছে। 

আর এই ড্রয়ের পর ৬১ বছর পর তিক্ত এক স্মৃতিও ফিরছে ম্যানচেস্টারের নীল দলের জন্য। ১৯৬৩ সালের পর এবারই প্রথম টানা ষষ্ঠ ম্যাচে দুই বা বেশি গোল হজম করল ম্যানসিটি। সে বছর ইংল্যান্ডের প্রথম বিভাগ থেকে অবনমন হয়েছিল দলটির। আপাতত দলের অবস্থা তেমন না হলেও ৬ দশক বছর আবারও টানা ছয় ম্যাচে দুই বা বেশি গোল হজম করল ইংলিশ জায়ান্টরা।

ডাচ ক্লাবের সঙ্গে এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে নেমে গেছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্দ।

মেসেঞ্জার/তারেক