ঢাকা,  বুধবার
২৭ নভেম্বর ২০২৪

The Daily Messenger

দুই আফগানের ঝড়ে বাংলা টাইগার্সের জয়

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১২:৫৬, ২৭ নভেম্বর ২০২৪

দুই আফগানের ঝড়ে বাংলা টাইগার্সের জয়

ছবি : সংগৃহীত

২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়ে এবারে জয়ের হালখাতা খুলেছিল বাংলা টাইগার্স। একই মাঠে আবারো সাকিবের দল জিতল হেসেখেলে। নর্দার্ন ওয়ারিয়র্সকে এবার বাংলা টাইগার্স হারিয়েছে ১০ উইকেটে। আফগানিস্তানের দুই ব্যাটার হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ করেছেন ফিফটি।

১০৮ রানের লক্ষ্যে নেমে ৬ ওভারেই ৮১ রান তুলে ফেলে বাংলা টাইগার্স। যেখানে ইনিংসের পঞ্চম ওভারে ওয়ারিয়র্সের অঙ্কুর সাঙ্গোয়ানকে একাই ৫ ছক্কা মারেন শেহজাদ। তাণ্ডব চালানো বাংলা টাইগার্স ৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ১১০ রান।

অষ্টম ওভারের পঞ্চম বলে ফরিদ আহমাদকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে টাইগার্সের ১০ উইকেটের জয় এনে দেন জাজাই। ২৩ বলে ৫৩ রান করেন জাজাই। ৩ চার ও ৫ ছক্কা মেরেছেন আফগান এই বাঁহাতি ব্যাটার। শেহজাদ ২৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৪ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে বাংলা টাইগার্সের পয়েন্ট ৪।

প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাটিং পাওয়া নর্দার্ন ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন ওয়ারিয়র্স অধিনায়ক কলিন মুনরো।

২৮ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মারেন তিনি। কিউই এই ব্যাটার ওপেনিংয়ে নেমে অপরাজিত থেকেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও ইফতিখার আহমেদ। রশিদ ২ ওভারে খরচ করেন ১১ রান। সাকিব এক ওভার বোলিং করে ৯ রান দিয়েও পাননি কোনো উইকেট।

মেসেঞ্জার/তারেক