ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পবিপ্রবির আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে আইন অনুষদের দাপুটে জয়

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ৩ ডিসেম্বর ২০২৪

পবিপ্রবির আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে আইন অনুষদের দাপুটে জয়

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আসরের প্রথম ম্যাচে খেলতে নেমেই দাপুটে জয় পেয়েছে আইন ও ভূমি প্রশাসন অনুষদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আসরের ৪র্থ খেলা হিসেবে আইন ও ভূমি প্রশাসন অনুষদ বনাম পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা  অনুষদের বিপক্ষে আইন ও ভূমি প্রশাসন অনুষদ ২-০ গোলে দাপুটে জয় তুলে নেয়। ম্যাচে একটি গোল আত্মঘাতী হয় ও একমাত্র গোল করেন দীপু। খেলায় আইন ও ভূমি প্রশাসন অনুষদের সকল খেলোয়াড়দের নৈপুণ্যে দাপুটে এ জয় আসে।

আইন ও ভূমি প্রশাসন অনুষদ দাপুটে জয় তুলে নেয়ায় উক্ত অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম দলটিকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও খেলায় উপস্থিত থেকে অনুষদের সকল খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমত সরকার। 

খেলাটি চলাকলে অসংখ্য দর্শকসহ জয়ী অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা উপস্থিত থেকে দলটিকে সাপোর্ট দেন।

মেসেঞ্জার/তুহিন/তুষার