ছবি : সংগৃহীত
লিভারপুল ১ : ০ জিরোনা
আর্নে স্লটের লিভারপুল কি চলতি মৌসুমের সবচেয়ে ধারাবাহিক দল? এমন প্রশ্ন উঠলে খুব বেশি দ্বিমতের সুযোগ থাকছে না। আগের সপ্তাহেই মৌসুমের মাত্র ২য় বার ড্র করেছিল নিউক্যাসেলের বিপক্ষে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে জিরোনার বিপক্ষে।
স্প্যানিশ ক্লাবটির মাঠে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জমজমাট লড়াইটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। তাদের জয়ের নায়ক মোহামেদ সালাহ। স্পটকিক থেকে গোল করে দলকে টানা ৬ জয় এনে দেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে একমাত্র অপরাজিত দল তারা। সেইসঙ্গে নিশ্চিত করেছে রাউন্ড অভ সিক্সটিনে অংশগ্রহণ।
এদিন লিভারপুলের জার্সিতে ৬৫৬ দিন পর একইসঙ্গে ম্যাচ শুরু করেছিলেন অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ এবং অ্যান্ডি রবার্টসন। লিভারপুলের হয়ে সর্বজয়ী এই ডিফেন্স লাইনআপ জিরোনার বিপক্ষে আরও একবার দেখালেন নিজেদের সামর্থ্য।
আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে একমাত্র গোল আসে ৬৪ মিনিটে। বক্সে লুইস দিয়াস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত সেটাই গড়ে দেয় ব্যবধান।
বায়ার্ন মিউনিখ ৫ : ১ শাখতার দানেৎস্ক
রাতের আরেক ম্যাচে শাখতার দানেৎস্ককে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ম্যাচে ফেরে বাভারিয়ানরা। সঙ্গে পেয়ে যায় চলতি আসরের প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়।
ম্যাচের ৫ মিনিটেই কেভিনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান কনরাড লাইমার। টমাস মুলার সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। এর মাঝে জালের দেখা পান জামাল মুসিয়ালা।
৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।
অন্যান্য ম্যাচের ফল
আতালান্তা ২–৩ রিয়াল মাদ্রিদ
সাল্জবুর্গ ০–৩ পিএসজি
লেভারকুসেন ১–০ ইন্টার মিলান
ক্লাব ব্রুগা ২–১ স্পোর্তিং লিসবন
লাইপজিগ ২–৩ অ্যাস্টন ভিলা
ব্রেস্ত ১–০ পিএসভি আইন্দহফেন
দিনামো জাগরেব ০–০ সেল্টিক
মেসেঞ্জার/তারেক