ঢাকা,  সোমবার
০৬ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

স্টাম্পে লাথি মারায় শাস্তি পেলেন ক্লাসেন

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৫:১৩, ২১ ডিসেম্বর ২০২৪

স্টাম্পে লাথি মারায় শাস্তি পেলেন ক্লাসেন

ছবি : সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে লাথি মেরে স্টাম্প ভেঙেছিলেন সাকিব আল হাসান। যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এবার আন্তর্জাতিক ক্রিকেটে একই কাণ্ড ঘটালেন হেনরিখ ক্লাসেন। তবে তিনি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে না, আউটের পর নিজের মেজাজ ধরে না রাখতে পেরে এমনটা করেছেন।

পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। কেপ টাউনে প্রতিপক্ষের ৩২৯ রান তাড়ায় সতীর্থদের ব্যর্থতায় প্রোটিয়াদের একটাই টানেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি ৪৪তম ওভারের প্রথম বলে। ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।

নাসিম শাহকে পুল করে ক্যাচ তুলে দেন ক্লসেন। আউট হয়েই মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন তিনি, যা দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদের। পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে আগামী রোববার জোহানেসবার্গে।

মেসেঞ্জার/তারেক