ছবি : সংগৃহীত
কাগজে কলমে চলতি বিপিএলের শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আসরে প্রথম মুখোমুখিতে তামিম ইকবালের বরিশালকে পাত্তাই দেয়নি নুরুল হাসান সোহানের রংপুর। আবারও মুখোমুখি দুই দল। বরিশাল কি পারবে এবার প্রতিশোধ নিতে নাকি আবারও দাপট দেখাবে রংপুর?
একদিনের বিরতির পর আবারও ফিরেছে বিপিএল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান।
এবারের বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এসেছে এই রংপুরের বিপক্ষেই। মিরপুরের হোম অব ক্রিকেটের প্রথম দেখায় ৮ উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারায় তারা।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, তাওহীদ হৃদয়, জাহানদাদ খান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি ও তানভীর ইসলাম।
রংপুর একাদশ: তাওফিক খান, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ ও কামরুল ইসলাম।
মেসেঞ্জার/তারেক