ঢাকা,  সোমবার
১৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরতে পারে ভারত!

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৩:২৬, ১২ জানুয়ারি ২০২৫

বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরতে পারে ভারত!

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোববার ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে প্রতিযোগী ৮ দলকে। ইতোমধ্যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আসন্ন মেগা টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করেছে। তবে বিপত্তি বেধেছে ভারতের। চোটে থাকা জাসপ্রিত বুমরাহকে নিয়ে তাদের আগে থেকেই শঙ্কা ছিল। এবার ধারণা করা হচ্ছে– চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে এই তারকা পেসারকে পাচ্ছে না ভারত!

আগামী (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আট দলের এই আইসিসি ইভেন্ট চলবে (৯ মার্চ) পর্যন্ত। পাকিস্তানের তিন (লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি) ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে (নিরপেক্ষ ভেন্যু)। আসরের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রোহিত-কোহলিরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও ভারত পাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতকে বড় দুশ্চিন্তায় ফেলেছে বুমরাহ’র ইনজুরি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের ৩-১ ব্যবধানে হারের লড়াইয়ে বড় নাম ছিল বুমরাহ। সিরিজসেরা এই পেসার পঞ্চম টেস্ট চলাকালে পিঠের চোটে পড়েন। যা থেকে সেরে উঠতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে– চোটের কারণে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচগুলো মিস করতে পারেন। ৩১ বছর বয়সী এই তারকা পিঠের অস্বস্তিতে আছেন। তার ফিটনেস ও ইনজুরির বিষয়ে বিস্তারিত জানতে তিনি শরণাপন্ন হয়েছেন বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ)। সেখানেই তার চোট পুনর্বাসন প্রক্রিয়া চলবে। ভারত জাতীয় দলের নির্বাচকরা বুমরাহ’র ফিটনেস নিয়ে এমনটাই জানিয়েছে।

প্রতিবেদনে বিসিসিআইয়ের সূত্র বলেন, ‘তিনি (বুমরাহ) এনসিএ–তে ‍পুনর্বাসনের জন্য যাবেন। প্রাথমিক প্রতিবেদন বলছে– পিঠে কোনো চিড় ধরা পড়েনি এই পেসারের। সে কারণে এখনও বিষয়টি এনসিএ’র পর্যবেক্ষণে রয়েছে এবং তিনি সেখানে থাকবেন পরবর্তী তিন সপ্তাহ। এরপর তার একটি বা দুটি ম্যাচ খেলার সুযোগ হতে পারে, তার ফিটনেস সম্পর্কে ধারণা পেতে আয়োজন করা হতে পারে প্রস্তুতি ম্যাচ।’

ফলে দল ঘোষণার আগে বুমরাহ’র জন্য অপেক্ষায় রয়েছে বিসিসিআই। কয়েকদিন আগেই ক্রিকবাজ জানিয়েছিল– নির্ধারিত (১২ জানুয়ারির) পরও স্কোয়াড গঠনে বাড়তি সময় চায় ভারত। শেষ পর্যন্ত বুমরাহকে নিয়ে শঙ্কা সত্যি হলে তাকে দেখা যেতে ভারতের রিজার্ভ ক্রিকেটার হিসেবে। তবে দলগুলোর সামনে প্রাথমিক স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকবে (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত। 

চোটের কারণে দুই বছরেও বেশ ভুগেছেন ভারতীয় এই ডানহাতি পেসার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরাহকে পায়নি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে তিনি সর্বোচ্চ ৩২টি উইকেট শিকার করেছেন। যদিও পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে পুরো সময় খেলা হয়নি বুমরাহ’র, দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের জন্য তিনি মাঠেই নামতে পারেননি।

মেসেঞ্জার/তারেক